হোম > রাজনীতি

রওশন এরশাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল না, এখনো নেই: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রওশন এরশাদের সঙ্গে কোনো সময় দ্বন্দ্ব ছিল না, এখনো কোনো দ্বন্দ্ব নেই দাবি করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘রওশন এরশাদ আমার ভাবি। আমার ভাইকে (এইচ এম এরশাদ) আমরা বাবার মতো শ্রদ্ধা করতাম। সেই হিসেবে বয়সে যা-ই হোক, ভাবিকে আমরা মায়ের মতোই দেখেছি ছোটবেলা থেকে।’ 

আজ বুধবার সন্ধ্যায় তিন দিনের ভারত সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

জি এম কাদের ভারত সফরে থাকাকালে গতকাল মঙ্গলবার নিজেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ঘোষণা করেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। যদিও পরে রওশন এরশাদ এর সঙ্গে জড়িত নন বলে দাবি করেন তাঁর রাজনৈতিক সচিব গোলাম মসীহ। 

এই প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘আমি বিশ্বাস করি উনি (রওশন এরশাদ) এটা করেননি। তাঁকে দিয়ে যারা এটা করানোর চেষ্টা করেছে, আমি মনে করি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। রওশন এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের কাগজপত্র সই করানো হচ্ছে, ওনার কাছ থেকে বক্তব্য নেওয়া হচ্ছে। আমার জানামতে, উনি এগুলো নিজের ইচ্ছায় বা জেনেশুনে দিচ্ছেন না।’ 

জাতীয় পার্টিকে দুর্বল করার জন্যই একটি পক্ষ এই কাজ করছে অভিযোগ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘এটা করার উদ্দেশ্যই হলো জাতীয় পার্টিকে দুর্বল করা। কিছু লোক দেবর-ভাবির দ্বন্দ্ব ইত্যাদি বলে বলে বিভিন্নভাবে উসকে দিচ্ছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এমনটা করা হচ্ছে। শুধু নেতা-কর্মী নয়, এসব বলে সাধারণ মানুষের মধ্যে জাতীয় পার্টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে। তীব্র ভাষায় এর নিন্দা জানাই।’ 

ভারত সফর প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। সেখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমার খোলামেলা আলোচনা হয়েছে। সেই আলাপ কার সঙ্গে হয়েছে এবং কী বিষয়ে হয়েছে—সেটি বিস্তারিত কিছু বলতে পারব না। তাঁরা যদি প্রকাশ করতে চান, করবেন। কিন্তু তাঁদের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারব না।’

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা