হোম > রাজনীতি

নির্বাচনে টানতে ১২ কোটি টাকা দিতে চেয়েছিল হাসিনা: ভিপি নূর

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী গণ অধিকার পরিষদের জেলা কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ। ছবি: আজকের পত্রিকা

নির্বাচনে অংশ নিতে ১২ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল হাসিনা সরকার বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী গণ অধিকার পরিষদের জেলা কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

নুরুল হক নূর বলেন, ‘গত সরকারের আমলে শেখ হাসিনা টেলিফোন করে আমাদের নির্বাচনে যেতে অনুরোধ করেছেন। গণভবনে নিয়ে গেছেন, গণভবনে গিয়ে আমরা মাথা বিক্রি করে দিইনি, বিবেক বিক্রি করে দিইনি। শেখ হাসিনার টেলিফোনে, ডিজিএফআই, এনএসআইয়ের চাপের পর ওষুধের কার্টুনে করে ১২ কোটি টাকা নিয়ে এসেছিল। কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলেছি, বাংলাদেশের মানুষ এ রকম একটি রাজনৈতিক সংকটকালীন সময় আমাদের মতো তরুণদের নিয়ে আশাবাদী। এই অপশক্তির বিরুদ্ধে তরুণেরা ভবিষ্যতে একটা ভালো কিছু করতে পারবে। আমরা যদি বিক্রি হয়ে যাই তবে মানুষ হতাশ হবে যে এই দেশে আর কিছু হবে না। এ কারণেই এই স্রোতের বিপরীতে প্রতিকূল সময়ে আপসহীন থেকে এই পট পরিবর্তনের দিকে এগিয়ে গেছি।’

এ সময় তিনি আরও বলেন, ‘এই গণ-আন্দোলন আমরা যখন শুরু করেছিলাম, তখন অল্প কিছু ছাত্ররা শুরু করেছিলাম। সেটার জন্য আমরা হামলা-মামলার শিকার হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৮ বছর পর ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমি ভিপি নির্বাচিত হয়েছি, কিন্তু নির্বাচিত হয়ে ২৫ বার হামলা-মামলার শিকার হয়েছি।’

ভিপি নূর বলেন, ‘পটুয়াখালীর মতো দেশের বিভিন্ন এলাকায় দুই একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উৎপাত শুরু হয়েছে। তারা বিভিন্নজনকে হামলার হুমকি দিচ্ছে। সাংবাদিকদের হয়রানি করছে, ঢালাওভাবে আওয়ামী লীগের ট্যাগ দিচ্ছে। মামলা বাণিজ্য শুরু হয়েছে। আন্দোলন করল ছাত্র-জনতা আর এরা শুরু করেছে হামলা-মামলা, মিষ্টি খাওয়ার ব্যবসা। এরা যে মাথা গজিয়েছে, তা এখনই ভেঙে দিতে হবে।’

মতবিনিময় সভায় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, জেলা সভাপতি নজরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক শাহ আলমসহ গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সাংগঠনিক সফরে গত তিন দিন ধরে নুরুল হক নূর পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় সমাবেশ করছেন।

মধ্যরাতে ঢাবিতে বঙ্গবন্ধু ও সিরাজ সিকদারের ছবি মুছল কারা

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

দু-এক দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসায় সিদ্ধান্ত

শনিবার ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল

সংসদে কোনো নারী কোটা থাকা যাবে না: মুফতি ফয়জুল করীম

আ.লীগ উন্নয়নের নামে টাকা পাচার করেছে: রিজভী

তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল

এক–দুই দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত

সর্বদলীয় বৈঠক: ঘোষণাপত্র নিয়ে বিএনপির প্রশ্ন

শেখ হাসিনার জন্য ভারত অস্থির হয়ে গেছে: রিজভী

সেকশন