হোম > রাজনীতি

বাবরের ৮ বছরের সাজা বাতিল, মামলা থেকে খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত মামলায় পৃথক ধারায় আট বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সাবেক চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাঁকে খালাস দেওয়া হয়েছে।

আজ বুধবার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার একক বেঞ্চ এ রায় দেন। 

বাবরের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। 

ওই মামলায় লুৎফুজ্জামান বাবরকে পাঁচ বছর ও তিন বছরের কারাদণ্ড দিয়ে ২০২১ সালের ১২ অক্টোবর রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত। পরে সাজার রায়ের বিরুদ্ধে ওই বছরই আপিল করেন বাবর। 

মোহাম্মদ শিশির মনির বলেন, লুৎফুজ্জামান বাবরের করা আপিল মঞ্জুর করে সাজা বাতিল করে রায় দিয়েছেন। এর ফলে তিনি সাজা থেকে খালাস পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও ১৩টি মামলা থাকায় তিনি এখনই কারামুক্তি পাচ্ছেন না। 

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ১৩ জানুয়ারি লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর