Ajker Patrika
হোম > রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা বললেন মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা বললেন মির্জা ফখরুল 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লিভারে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার শেষে তাঁকে বর্তমানে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসকদের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় তাঁর অস্ত্রোপচার শেষ হয়। সিসিইউতে চিকিৎসকেরা খালেদা জিয়ার সঙ্গে কথা বলছেন।

লিভারে অস্ত্রোপচারের পর খালেদা জিয়ার অবস্থা ‘মোটামুটি’ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিএনপির মহাসচিব বলেন, ‘বিদেশ থেকে তিন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন। তাঁরা গতকাল সন্ধ্যায় অত্যন্ত সফলভাবে যে কাজের জন্য এসেছিলেন একটা প্রসিডিউর, সেই প্রসিডিউর (টিপস) তাঁরা করতে পেরেছেন। ম্যাডাম এখনো সিসিইউতে আছেন এবং চিকিৎসকেরা তাঁর সঙ্গে কথা বলছেন। এখন পর্যন্ত মোটামুটি আছেন।’

গতকাল বিকেল ৫টার দিকে খালেদা জিয়াকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসকদের নেতৃত্বে অস্ত্রোপচার শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। এ সময় খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। রাত ৯টার দিকে তাঁকে সিসিইউতে নেওয়া হয়।

গত বুধবার দিবাগত রাতে খালেদা জিয়াকে চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তিন সদস্যের একটি দল দেশে আসে। তাঁরা হলেন জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন, হামিদ আহমেদ আবদুর রব ও ক্রিস্টোস জর্জিয়াডস।

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, তবে নির্বাচন পিছিয়ে নয়: মির্জা আব্বাস

সামনে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে: নাহিদ ইসলাম

যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে: সারজিস

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কার্যক্রম শুরু করল এনসিপি

তৃণমূলে দল গোছানোয় নজর এনসিপির

অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষে ‘খোলামেলা’ ওকালতি করছেন: ড. শফিকুর

‘কোটাপ্রথা বিলোপ’ না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের