হোম > রাজনীতি

আওয়ামী লীগ ও পুলিশের দখলে পল্টন-বিজয়নগর এলাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে আজ শনিবার সকাল থেকেই রাজধানীর পল্টন, বিজয়নগর ও কাকরাইল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় দুই ঘণ্টা সংঘর্ষের পর এখন পল্টন-বিজয়নগর এলাকা দখলে নিয়েছে আওয়ামী লীগ ও পুলিশ। তবে মূল সড়ক দখলে নিলেও এখনো বিজয়নগর কালভার্ট রোডসহ আশপাশের গলিতে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।

বিকেল ৫টায় নয়াপল্টন মোড়ে সরেজমিন দেখা যায়, পুরো এলাকা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। এ সময় কাকরাইল মোড় দিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন হিসেবে অনেককে আটক করে পুলিশ। কাকরাইল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত পুলিশ সদস্যদের সতর্ক উপস্থিতি দেখা গেছে। সেখানে পুলিশের সঙ্গে যোগ দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরাও। 

৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি-জামায়াত দেশে আবারও অগ্নি-সন্ত্রাস শুরু করেছে। তারা সমাবেশের নামে এসে বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে খবর পেয়ে আমরা এদিকে এসেছি। যতক্ষণ পর্যন্ত তাদের সম্পূর্ণভাবে প্রতিহত না করতে পারব ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি।’

এ সময় বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে পুরানা পল্টন পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে হকিস্টিক, বাঁশ, লোহার রড, পাইপ হাতে মহড়া দিতে দেখা গেছে। আল-রাজি কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের স্টেজের বাঁশ পুড়িয়ে দিয়েছেন তাঁরা।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা