হোম > রাজনীতি

সোহরাওয়ার্দী উদ্যানে ষড়যন্ত্র, তাই অনিরাপদ: বিএনপি নেতা এ্যানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করার বিষয়ে অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সেখানে অনেক ধরনের ষড়যন্ত্র লুক্কায়িত আছে। এটা আমরা জানি বুঝি। সেই কারণে আমরা মনে করছি এটি অনিরাপদ। আমরা সেখানে কোনো প্রোগ্রাম করব না।’ 

আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, ‘আমরা দায়িত্ব নিয়ে বলেছি, অতীতে বিএনপি অফিসের সামনে অনেক প্রোগ্রাম হয়েছে, মহাসমাবেশ হয়েছে। অফিসের সামনে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই।’ 

পুলিশ সড়কে সমাবেশ করতে না দিলে বিকল্প ব্যবস্থা নিয়ে সাংবাদিকেরা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘পার্টি অফিসের পাশে আরামবাগ আইডিয়াল স্কুলের সামনে যে স্থানটি রয়েছে, সেখানে প্রোগ্রাম করতে চাই বিকল্প হিসেবে। আমরা তাদের কাছে সেই সহযোগিতা কামনা করেছি। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, তারা সেখানে আমাদের সহযোগিতা করবেন।’ 

আরামবাগে অনুমতি না দিলে বিএনপি কি করবে, এমন প্রশ্নের জবাবে এ্যানি বলেন, ‘আমরা তো রাজপথের লোক, সড়ক ছাড়া কোথায় করব। আমরা রাজপথটাকে বেছে নিয়েছি। যদি তা না করেন, তাহলে দায়-দায়িত্ব তাদের ওপরে বর্তায়।

‘আমরা ইতিমধ্যে অনেকবার আমাদের কথাগুলো ডিএমপিতে লিখিত আকারে তুলে ধরেছি। সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে নয়া পল্টনে সমাবেশ করব সেই অনুমতি চেয়েছি। এরপরও আমার ডিএমপি সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি।’ 

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

লন্ডন সফরে জামায়াতের আমির শফিকুর রহমান

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম