হোম > রাজনীতি

পদ্মা সেতুর মাধ্যমে দেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন প্রধানমন্ত্রী: সংসদে ফিরোজ রশীদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে স্বাধীন করার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে তাঁর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।

আজ বুধবার জাতীয় সংসদে পদ্মা সেতু নির্মাণে ১৪৭ বিধির আওতায় আনীত এক সাধারণ আলোচনায় তিনি এসব কথা বলেন। 

সর্বনাশা পদ্মায় সেতু পার হয়ে মানুষ দক্ষিণাঞ্চলে যাবেন এটা কেউ বিশ্বাস করেনি। শেখ হাসিনার কারণে সেটা জয় হয়েছে বলে জানান কাজী ফিরোজ রশীদ। তিনি বলেন, ‘এই পৃথিবীতে কেউ বেশি দিন বেঁচে থাকবে না। আমরাও থাকব না, কিন্তু একটি কথা বলতে পারি, যত দিন এই পদ্মা সেতু থাকবে, তত দিন এই দেশের ইতিহাস থেকে শেখ হাসিনার নাম ‍কেউ মুছে ফেলতে পারবে না। এ সেতুর মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন। যত দিন এই বাংলাদেশ থাকবে, ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না।’

জাপার এই সংসদ সদস্য বলেন, ‘আজকে বাদশাহ শাহজাহান নেই। কিন্তু তাঁর অমর সৃষ্টি তাজমহল আছে। সারা বিশ্ববাসী যখন তাজমহল দেখতে যায়, তখন বলা হয় এটা বাদশাহ শাহজাহানের অমর সৃষ্টি। মুঘল সাম্রাজ্যে অনেক বাদশাহ ছিল, কিন্তু তাজমহল তাঁকে বাঁচিয়ে রেখেছে।’ 

কাজী ফিরোজ রশীদ বলেন, ছোটবেলায় শুনেছি পদ্মা নদী পাড়ি দেওয়া অসম্ভব। মানুষ এ নদী পাড়ি দিতে দিনের পর নদীর পাড়ে বসে থাকত। পুরো দিন লেগে যেত এ নদী পাড়ি দিতে। 

পদ্মার বুকে অনেক মানুষের ধনসম্পদ হারিয়ে গেছে বলে জানান ফিরোজ রশীদ। সেই পদ্মা নদীর ওপর সেতু হবে, এর ওপর গাড়ি চালিয়ে পাড়ি দিতে পারব, এটা আমাদের জীবনের দুঃস্বপ্ন ছিল।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন 

ফিরোজ রশীদ স্পিকারের মাধ্যমে সব সংসদ সদস্যকে দক্ষিণাঞ্চল সফরে যাওয়ার আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘আপনাকে (স্পিকার) নিমন্ত্রণ জানাচ্ছি, এই সংসদের সব সদস্যকে নিয়ে আমাদের নীলাঞ্চল, শাপলা-শালুক ও লাল শাপলার দেশে যাবেন। আপনি সবাইকে নিয়ে যাবেন। দেখবেন সেই নীলাঞ্চল কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা বাড়ি অপরূপ সৌন্দর্যে সাজিয়েছে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে।’ 

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর