হোম > রাজনীতি

প্রতীক বরাদ্দের পর ঢাকায় খসরু-শেরীফার নির্বাচনী প্রচারণা শুরু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. খসরু চৌধুরী এবং জাতীয় পার্টির প্রার্থী শেরীফা কাদের। 

খসরু চৌধুরী হলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং শেরীফা কাদের হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের সহধর্মিণী। 

মাগরিবের নামাজের পর থেকে উত্তরার বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন দুই প্রার্থী। বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন প্রার্থীরা। আবার প্রার্থীদের সমর্থকেরাও বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন। 

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা জানিয়েছেন, কেটলি প্রতীক বরাদ্দের পর খসরু চৌধুরী সোমবার মাগরিবের নামাজ আদায় করেছেন ১০ নম্বর সেক্টর মসজিদে। পরে প্রথমে তুরাগে গণসংযোগ করেন। তারপর তিনি দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় গণসংযোগ করেন। 

অন্যদিকে সন্ধ্যার পর থেকে উত্তরার তুরাগ, উত্তরখান, দক্ষিণখান এলাকায় লাঙ্গলের প্রার্থী শেরীফা কাদেরের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর