অন্তর্বর্তী সরকারের প্রতি নিজেদের সমর্থনের কথা জানিয়ে তাদের আরও সতর্কভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা হবে গণতন্ত্রের পক্ষের শক্তির ব্যর্থতা। বিএনপি মনে করে, কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।’
অন্তর্বর্তীকালীন সরকারের গঠনপ্রক্রিয়া নিয়ে খোদ সরকারের মধ্যেও নানা রকম ব্যাখ্যা-বিশ্লেষণ চলছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সরকারকে নিয়ে নানা প্রশ্নও তুলছেন অনেকে। সরকারের গঠনপ্রক্রিয়া নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে, তা সরকারের গতিশীলতাকে বাধাগ্রস্ত করতে পারে। সরকারকে তার লক্ষ্যচ্যুত হওয়ার কারণ ঘটাতে পারে। এ কারণে বিএনপি মনে করে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে বিষয়গুলো সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তা কিংবা সরাসরি সংবিধানের বিধিবিধানের সঙ্গে সংশ্লিষ্ট, সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো পরিহার করে সুচিন্তিত ও সুবিবেচনাপ্রসূত পদ্ধতি অনুসরণ করা হলে ভবিষ্যতে যেকোনো জটিল প্রশ্ন কিংবা পরিস্থিতির মোকাবিলাও সহজ হবে।’
তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে পরাজিত অপশক্তি এবং প্রশাসনে থাকা তাদের দোসররা নানা কৌশলে সক্রিয় হয়ে উঠছে। এ কারণে প্রতিটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন কর্মসূচি থাকলেও একটি বিষয়ে বিএনপিসহ সবাই আমরা একমত। মাফিয়া চক্রের সুবিধাভোগীদের রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে অন্তর্বর্তীকালীন সরকারের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়।’
অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারেক রহমান বলেন, ‘১৫ বছরের জঞ্জাল ভেদ করে চলমান সংস্কার কার্যক্রম অবশ্যই একটি বিশাল কর্মযজ্ঞ। তবে এখানে খেয়াল রাখা জরুরি, বিশাল এই কর্মযজ্ঞ সম্পন্ন করতে গিয়ে জনগণের প্রতিদিনের দুঃখ-দুর্দশা লাঘব করা না গেলে, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার বিষয়টি উপেক্ষিত থাকলে অন্তর্বর্তী সরকারের সব সংস্কার কার্যক্রম জনগণের প্রশ্নের মুখে পড়বে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের অগ্রাধিকার ঠিক করা অত্যন্ত জরুরি।’
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সুকোমল বড়ুয়াসহ আরও অনেকে বক্তব্য দেন।
জাতীয় সরকার গঠনে ঐকমত্য
জাতীয় সরকার গঠনে বিএনপির সঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ঐকমত্য হয়েছে। তবে এখনই নয়, নির্বাচনের পর এই সরকার গঠনের বিষয়ে একমত হয়েছে দল দুটি। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এলডিপির সঙ্গে বিএনপির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান অংশ নেন। এলডিপির পক্ষে দলটির মহাসচিব রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার, ড. নেয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ কে কিউ স্যাকলায়েন, অধ্যাপক ওমর ফারুক, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যক্ষ মাহবুবুর রহমান ও যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি উপস্থিত ছিলেন।