হোম > রাজনীতি

খেলার মাঠে হেরে বলবে মাঠ ভালা নায়: পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

‘তারা নির্বাচনে আসে না। আসলেও আবার খেলার মাঠে হেরে বলবে মাঠ ভালা নায়, রেফারি ভালা নায়, গোলপোস্ট নিছা। হেরে গিয়ে এই সব বললে কোনো কাজ হবে না।’ -বিএনপিকে ইঙ্গিত করে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। 

আজ শনিবার সকাল ১০টায় সুনামগঞ্জের জগন্নাথপুর প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম। 

মন্ত্রী গ্রামের সাধারণ মানুষদের উদ্দেশ্যে আরও বলেন, ‘সামনে আবার নির্বাচন আসছে। আপনাদের হাতে ক্ষমতা রয়েছে। যারে ইচ্ছা ভোট দিবেন। কোনো ভয়ডর নাই। যেকোনো প্রতীকে ভোট দিন। ভয় নেই ভোট দিবেন। তবে, ন্যায় বিচার করবেন। কারা আপনাদের জন্য মায়া দেখায়। সুখ-দুঃখে পাশে থাকে। আপনারা তো বিভিন্ন সরকার দেখেছেন। যে সরকার আপনাদের সেবা করে। এ দেশের উন্নয়ন করে যাচ্ছে। এই সব জিনিসগুলো মনে রাখবেন। আপনাদের একটি ভোট যে সরকারকে দিবেন, সেই সরকার আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে। সুতরাং চিন্তা করে ভোট দিবেন। যে সরকারকে ভোট দিলে পাশে পাবেন সেই সরকারকে ভোট দিবেন।’ 

পরিকল্পনা মন্ত্রী আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, শেখ হাসিনা সরকার হিন্দু-মুসলমান সব ধর্মের মানুষকে শ্রদ্ধা করে মায়া করে সমান। বর্তমান সরকার মসজিদ মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করছে। তিনি সবাইকে ধর্মীয় ভেদাভেদ ভুলে মিলেমিশে শান্তিতে বসবাস করার আহ্বান জানান। 

পরে উপজেলার অসহায়, দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৪ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্ত ৫০ বান ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে দেড় লাখ টাকা বিতরণ করেন। 

এ ছাড়া পরিকল্পনা মন্ত্রী সকাল ১১টায় উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের লাইসিয়াম কিন্ডারগার্টেন স্কুলের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। পরে দুপুর আড়াইটায় উপজেলা ব্রিটিশ বাংলা এডুকেশনাল ট্রাস্ট এবং বিকেল ৪টায় মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। 

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর