নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘জনগণের টাকা নষ্ট করে আমরা চা চক্রে যেতে চাই না’ বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদ (অব.)। আজ বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে দলটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে জাতীয় সরকার গঠনের দাবি জানিয়ে কর্নেল অলি বলেন, ‘অনেকেই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন। কিন্তু তিন মাসের এই সরকার কোনো সমস্যারই সমাধানের জন্য যথেষ্ট নয়।’
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসাকে নিছক চায়ের আড্ডা উল্লেখ করে এলডিপির সভাপতি বলেন, “ইন্ডিয়ার বলিউডে একটি অনুষ্ঠান কফি উইথ করণ, আর আমি এই সংলাপকে বলি ‘টি উইথ আব্দুল হামিদ’। এর আগেও রাষ্ট্রপতির আহ্বানে আমরা বঙ্গভবনে সংলাপে গিয়েছি। কিন্তু সেটা নিছক চায়ের আড্ডা ছাড়া আর কিছুই নয়।”
যে বিষয় নিয়ে উনি (রাষ্ট্রপতি) আমাদের যাওয়ার জন্য আহ্বান করেছেন, সে বিষয়ে সেখানে যাওয়া যুক্তিযুক্ত নয় উল্লেখ করে কর্নেল অলি বলেন, ‘সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই নাই। উনি (রাষ্ট্রপতি) একটা পোস্ট অফিস। আমরা যা বলব তা নোট করে উনি নিশিরাতের প্রধানমন্ত্রীকে বলবেন। নিশিরাতের প্রধানমন্ত্রী নিজের সুবিধামতো লোকদের নির্বাচন কমিশনে নিয়োগ করাবেন।’
ব্যাংকের টাকা, জনগণের টাকা লুট হচ্ছে, এর হিসাব সরকার দিতে পারছে না উল্লেখ করে এলডিপির সভাপতি বলেন, ‘রাজউক ভবনের ফাইল বছরের পর বছর পড়ে থাকে। কর্মকর্তারা বলে, ভারী কোনো জিনিস দিয়ে চাপা না দিলে পাতলা কাগজ উড়ে যাবে। মানে তারা ঘুষ চায়।’