রাজধানীতে বিএনপির মহাসমাবেশের বিপরীতে আজ শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগেরও শান্তি ও উন্নয়ন সমাবেশ রয়েছে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশের আয়োজক ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। আর বিএনপির সমাবেশ নয়াপল্টনে। সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিপুল পরিমাণ নেতা-কর্মীর সমাগম হচ্ছে। তবে ঠিক এর উল্টো চিত্র আওয়ামী লীগের সমাবেশস্থলে।
আওয়ামী লীগের মঞ্চ প্রস্তুত হলেও সেখানে নেতা-কর্মীদের তেমন একটা উপস্থিতি এখনো নেই। সমাবেশের মঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রয়েছেন। আর মঞ্চের সামনে ঢাকা মহানগর দক্ষিণের কয়েকজন নেতা-কর্মীকে দেখা গেছে। দলের কয়েকজন কর্মী জানান, নেতারা এখনো আসেননি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের উপস্থিতি বাড়বে।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আওয়ামী লীগের কর্মীরা অবস্থান নেবেন বলে কর্মীরা আভাস দিচ্ছিলেন। তবে সকাল থেকে শেওড়াপাড়া, তালতলা, বিজয় সরণি, তেজগাঁও, সেগুনবাগিচা, প্রেসক্লাব, জিরো পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ এলাকায় আওয়ামী লীগের কর্মীদের অবস্থান দেখা যায়নি।