Ajker Patrika
হোম > রাজনীতি

ফের সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফের সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব ঠিক থাকলে আগামী ৪ মার্চ সোমবার সস্ত্রীক সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন তিনি। আজ শনিবার দলীয় সূত্রে এ খবর জানা গেছে।

৭৬ বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ গত ২৪ আগস্ট স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর যান তিনি। এ দফায় চিকিৎসা নিয়ে ২ সেপ্টেম্বর দেশে ফেরেন ফখরুল। এবারও ‘ফলোআপ’ করানোর কথা রয়েছে বলে জানা গেছে।

কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তাঁর গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। তাঁকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়।

গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে প্রাণঘাতী সংঘর্ষ হয়। পরের দিন গ্রেপ্তার হন মির্জা ফখরুল। গত ১৫ ফেব্রুয়ারি কারামুক্ত হন তিনি। কারামুক্তির পর অনেকটা সময় অতিবাহিত হলেও এখনো পুরোদমে রাজনৈতিক কর্মকাণ্ডে তৎপর হতে পারেননি তিনি।

শনিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিবের সঙ্গে দেখা করেন ১২ দলীয় জোটের নেতারা। জোট নেতারা বলছেন, এটি শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল। সেখানে রাজনৈতিক কথাবার্তা হয়নি।

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, তবে নির্বাচন পিছিয়ে নয়: মির্জা আব্বাস

সামনে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে: নাহিদ ইসলাম

যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে: সারজিস

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কার্যক্রম শুরু করল এনসিপি

তৃণমূলে দল গোছানোয় নজর এনসিপির

অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষে ‘খোলামেলা’ ওকালতি করছেন: ড. শফিকুর

‘কোটাপ্রথা বিলোপ’ না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের