ঢাকা: হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সংসদে বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।
রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান জানান, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁর ডিহাইড্রেশন (পানিশূন্যতা) হয়েছিল। তবে এখন অনেকটাই সুস্থ আছেন। বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। কোভিড টেস্টও করা হয়েছিল, নেগেটিভ এসেছে। আজ শুক্রবারই তাঁকে বাসায় নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ বর্তমানে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক।