হোম > রাজনীতি

অন্তর্বর্তী সরকার সংস্কারে ব্যর্থ: মোস্তফা জামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১৬: ৩৮
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মোস্তফা জামাল হায়দার। ছবি: আজকের পত্রিকা

জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো সমস্যার সমাধান করতে পারছে না। তাদের সংস্কার করার যোগ্যতা নেই। দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তফা জামাল হায়দার অভিযোগ করেন, সরকার গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা করছে, যা দেশের শিল্পকারখানার জন্য ধ্বংসাত্মক হবে। শ্রমিক অসন্তোষ এড়াতে সরকারের উচিত এ ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকা।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমন ও সুস্থতা কামনা করছেন এবং যাঁরা তাঁকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা করছেন, তাঁদের ষড়যন্ত্র জনগণ সহ্য করবে না।

জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘সরকার আইনশৃঙ্খলা ও নিত্যপণ্যের বাজারে কোনো শৃঙ্খলা আনতে পারেনি। তিনি ২০২৫ সালের জুনের মধ্যেই সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে বলেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে।’

জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, পাঁচ মাসেও অন্তর্বর্তী সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেন তিনি।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের সময় যেমন জনগণের বাক্‌স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, বর্তমান সরকারও সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। দেশের সংকট সমাধানে দ্রুত সংসদ নির্বাচন জরুরি।

সমাবেশে অন্য বক্তারা ফ্যাসিবাদী সিন্ডিকেট, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক ষড়যন্ত্র বন্ধের দাবি জানান। তাঁরা গরিব মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দেশীয় পণ্যের উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

১২ দলীয় জোটের আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমানসহ বিভিন্ন দলের নেতারা।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজউদ্দিন টিটু।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

লন্ডনে খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা শুরু

ফ্যাসিবাদের দোসরদের গুরুত্বপূর্ণ পদে বসানোর উদ্যোগে জনগণ হতাশ: গোলাম পরওয়ার

একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা না চেয়ে জামায়াত উল্টো জাস্টিফাই করছে: মেজর হাফিজ

নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখ কালো হয়ে যায়: মেজর হাফিজ