হোম > রাজনীতি

জিয়াকে অসম্মান করলে বঙ্গবন্ধুকেই ছোট করা হয়: ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চন্দ্রিমা উদ্যানের সমাধিতে সত্যি সত্যি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ আছে কি-না নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এর জবাবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেছেন, জিয়ার মরদেহ নিয়ে অর্বাচীন কথা বন্ধ করা উচিত। জিয়াকে অসম্মান করলে বঙ্গবন্ধুকেই ছোট করা হয়। এগুলো বন্ধ না করলে অনেকেই বঙ্গবন্ধুর লাশের ডিএনএ খোঁজ করবে। 

আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন আয়োজিত ‘মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনাকে জাতীয় সরকার গঠন করার পরামর্শ দিয়ে ডা. জাফরউল্লাহ বলেন, আপনার রাজনীতির আয়ু শেষ হয়ে গেছে। আপনার উচিত রেহানাকে দায়িত্ব দেওয়া। প্রধানমন্ত্রীর উচিত দেশীয় রাজনীতি থেকে অবসর নিতে আন্তর্জাতিক রাজনীতিতে মনোনিবেশ করা। রোহিঙ্গা ইস্যু সমাধান করা। 

আফগানিস্তান প্রসঙ্গে তিনি বলেন, মহা শক্তিধর রাষ্ট্র তালেবানের কাছে পরাজিত হয়েছে, লেজ গুটিয়ে পালিয়েছে। তালেবানের পাশে থেকে তাঁদের আধুনিক ইসলামের পথে নিয়ে আসা আমাদের দায়িত্ব। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশনের সহ সভাপতি মফিজুর রহমান লিলু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর