হোম > রাজনীতি

বিএনপির কার্যালয়ে হামলা-গ্রেপ্তারের প্রতিবাদে আইনজীবী ফোরামের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, গুলি ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার এ বিক্ষোভ করা হয়।

বিক্ষোভ মিছিলটি সুপ্রিম কোর্ট চত্বর থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব হয়ে সুপ্রিম কোর্টে এসে শেষ হয়। এতে কয়েকশ আইনজীবী অংশ নেন। মিছিল শুরুর আগে সুপ্রিম কোর্ট বার ভবন এবং জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করেন আইনজীবীরা। 

আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন মিছিলে নেতৃত্ব দেন।

বিক্ষোভ সমাবেশে ব্যারিস্টার কায়সার বলেন, ‘বিনা উসকানিতে বিএনপি অফিসে এ ধরনের বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা অত্যন্ত ন্যক্কারজনক। শুধু বিরোধী দলকে দমন করার জন্য এই ঘৃণ্য ঘটনা ঘটানো হয়েছে।’ নেতারা অবিলম্বে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে হত্যার জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর