ঢাকা: হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান আজকের পত্রিকাকে এ খবর জানিয়েছেন। রোববার সন্ধ্যায় হাসপাতাল থেকে রওশনকে বাসায় আনা হয়েছে বলে জানান তিনি।
সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছিলেন রওশন। ২৯ এপ্রিল পেটে ব্যথা আর পানিশূন্যতা নিয়ে সেখানে ভর্তি হন তিনি।
সে সেময় তাঁর ব্যক্তিগত সহকারী জানান, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন রওশন। তাঁর ডিহাইড্রেশন হয়েছিল। পরের দিনই হাসপাতাল ছাড়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন মামুন।