হোম > রাজনীতি

সরকার শুধু উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জনগণের বাঁচা-মরাতে ভ্রুক্ষেপ না করে সরকার দেশবাসীকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। 

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির মাঝে রমজানের শুরুতেই গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট নিয়ে সরকারের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘প্রথম রমজানেই ঢাকার বিভিন্ন অঞ্চলে গ্যাস ছিল না। গ্যাস না থাকায় যারা রোজা রেখেছিলেন, তাদের অনেকের বাসায় চুলা জ্বলেনি। এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, চারদিকে মানুষের হা-হুতাশ শুরু হয়েছে। এর কারণ হচ্ছে, মানুষ যে বিপদের মধ্যে আছে, সংকটের মধ্যে আছে, এই সরকার সে বিষয়ে ভ্রুক্ষেপ করে না। শুধু উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করে।’ 

রিজভী বলেন, ‘উন্নয়নের আজকে ভয়াবহ পরিণতি হচ্ছে চরম গ্যাস সংকট, পানির সংকট, বিদ্যুতের সংকটে মানুষের জীবন ত্রাহি ত্রাহি অবস্থা। মানুষ অন্ধকারে নিমজ্জিত অবস্থায় দিনাতিপাত করছে।’ 

এই সংকটকে সরকারের ব্যর্থতা দাবি করে রিজভী বলেন, ‘রমজান মাসেও অসত্য কথা বলতে আওয়ামী লীগের নেতা, মন্ত্রী-এমপিদের জুড়ি নেই। যা ঘটছে, তা না বলে তারা সম্পূর্ণ বিপরীত কথা বলে দেশের এবং দেশের বাইরের মানুষকে বিভ্রান্ত করছে। জনগণের বাঁচা-মরার বিষয়টিতে তারা ভ্রুক্ষেপ করে না। একটা গভীর সংকটের মধ্যে দেশবাসীকে তারা ঠেলে দিয়েছে।’ 

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর