জনগণের বাঁচা-মরাতে ভ্রুক্ষেপ না করে সরকার দেশবাসীকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির মাঝে রমজানের শুরুতেই গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট নিয়ে সরকারের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘প্রথম রমজানেই ঢাকার বিভিন্ন অঞ্চলে গ্যাস ছিল না। গ্যাস না থাকায় যারা রোজা রেখেছিলেন, তাদের অনেকের বাসায় চুলা জ্বলেনি। এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, চারদিকে মানুষের হা-হুতাশ শুরু হয়েছে। এর কারণ হচ্ছে, মানুষ যে বিপদের মধ্যে আছে, সংকটের মধ্যে আছে, এই সরকার সে বিষয়ে ভ্রুক্ষেপ করে না। শুধু উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করে।’
রিজভী বলেন, ‘উন্নয়নের আজকে ভয়াবহ পরিণতি হচ্ছে চরম গ্যাস সংকট, পানির সংকট, বিদ্যুতের সংকটে মানুষের জীবন ত্রাহি ত্রাহি অবস্থা। মানুষ অন্ধকারে নিমজ্জিত অবস্থায় দিনাতিপাত করছে।’
এই সংকটকে সরকারের ব্যর্থতা দাবি করে রিজভী বলেন, ‘রমজান মাসেও অসত্য কথা বলতে আওয়ামী লীগের নেতা, মন্ত্রী-এমপিদের জুড়ি নেই। যা ঘটছে, তা না বলে তারা সম্পূর্ণ বিপরীত কথা বলে দেশের এবং দেশের বাইরের মানুষকে বিভ্রান্ত করছে। জনগণের বাঁচা-মরার বিষয়টিতে তারা ভ্রুক্ষেপ করে না। একটা গভীর সংকটের মধ্যে দেশবাসীকে তারা ঠেলে দিয়েছে।’