নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রতি সমর্থন দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আগামীকাল বৃহস্পতিবারের এই কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছ রাজনৈতিক জোটটি।
আজ বুধবার (১৭ জুলাই) রাতে বাসদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য রাজেকুজামান রতন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ছাত্র হত্যার বিচার, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর ডাকা আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানায় বাম গণতান্ত্রিক জোট। আগামীকালের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি সফল করতে সারাদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, নারীসহ সর্বস্তরের গণতন্ত্রকামী দেশপ্রেমিক জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জোটটির নেতৃবৃন্দ।