Ajker Patrika
হোম > রাজনীতি

ফখরুল, আব্বাস ও রিজভীর বাসায় বিএনপির নেতারা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফখরুল, আব্বাস ও রিজভীর বাসায় বিএনপির নেতারা 

কারাবন্দী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাসায় গিয়েছেন দলটির সিনিয়র নেতারা। রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় মির্জা ফখরুলের বাসায় যান স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

মির্জা ফখরুলের বাসা থেকে বের হয়ে মির্জা আব্বাসের বাসায় যান মোশাররফ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান।

ফখরুল-আব্বাসের বাসা থেকে বেরিয়ে সাংবাদিকদের খন্দকার মোশাররফ বলেন, সরকারের সন্ত্রাসের উছিলা তৈরি করে বিএনপির ঢাকা সমাবেশকে পণ্ড করতে চেয়েছিল। এর অংশ হিসেবে বিএনপির মহাসচিব ও শীর্ষ নেতাসহ অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। কিন্তু জনগণের অংশগ্রহণে সমাবেশ সফল হয়েছে। নেতা-কর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাদের মুক্তির দাবি জানান তিনি। এ সময় সাবেক দুই মন্ত্রীকে কারাগারে সাধারণ কয়েদিদের মতো রাখার জন্য সমালোচনা করেন মোশাররফ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এর আগে বিকেলে মোহাম্মদপুরে রুহুল কবির রিজভীর বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এসময় তিনি রহুল কবির রিজভীর সহধর্মিণীকে সাহস দিয়ে বলেন, ‘কোনো ভয় পাবেন না, রাজনীতিবিদদের জন্য কারাগার নতুন কিছু নয়। যেকোনো পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের পাশে আছে।’

নতুন সংবিধান ও রাজনৈতিক কাঠামোর বদল চায় এনসিপি

নির্বাচন নিয়ে দলগুলোর তিন মত

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

শেখ হাসিনা পালিয়ে গেলেও দোসরেরা নানা ষড়যন্ত্র করছে: এ্যানী

হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নাই: আমীর খসরু

‘শিবির’ ট্যাগ দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে না রাখার অভিযোগ

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, তবে নির্বাচন পিছিয়ে নয়: মির্জা আব্বাস

সামনে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে: নাহিদ ইসলাম

যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে: সারজিস