নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে রওশন এরশাদ গণভবনে গিয়েছেন বলে জানিয়েছে জাতীয় পার্টির একটি সূত্র।
সূত্রটি জানিয়েছে, রওশন এরশাদের সঙ্গে রয়েছেন তাঁর ছেলে সাদ এরশাদ ও মুখপাত্র কাজী মামুনুর রশীদ।
প্রসঙ্গত, এবার কোনো আসন থেকে মনোনয়নপত্র তোলেননি রওশন এরশাদ ও তাঁর ছেলে সাদ এরশাদ। জি এম কাদেরের সঙ্গে বিরোধের জেরে নির্বাচন করবেন না বলে জানিয়েছিলেন রওশনপন্থী নেতারা।