জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ও দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মধ্যে বৈঠক হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু অংশ নিয়েছিলেন। বৈঠকের বিষয়টি নিশ্চিত করে সেন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’
বৈঠক প্রসঙ্গে শফিকুল ইসলাম সেন্টু আরও জানান, জাপার শীর্ষ দুই নেতা সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। বৈঠকের মধ্য দিয়ে কাদের ও রওশন সমঝোতায় পৌঁছেছেন বলেও দাবি করেছেন সেন্টু। তাঁর ভাষায় ‘দেবর-ভাবি মিলে গেছেন’।
বৈঠক প্রসঙ্গে জানতে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নুকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
গত রোববার পাঁচ মাস পর থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রওশন এরশাদ। দেশে ফিরেই তিনি বলেছিলেন, তিনি কাদেরসহ জাপার সবার সঙ্গে আলোচনা করবেন।
রওশন এরশাদ ২০২২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশন শেষে দ্বিতীয় দফায় গত ৫ জুলাই চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ডে গিয়েছিলেন। প্রায় পাঁচ মাস পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে রোববার তিনি দেশে ফিরেছেন।