হোম > রাজনীতি

২ মার্চের সম্মেলন এক সপ্তাহ পেছাল জাপার রওশনপন্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির (রওশনপন্থী) সম্মেলন আগামী ২ মার্চ থেকে এক সপ্তাহ পিছিয়ে ৯ মার্চ করার সিদ্ধান্ত জানিয়েছেন দলের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। 

আজ শনিবার দুপুরে গুলশানে রওশন এরশাদের বাসভবনে প্রেসিডিয়ামের এক জরুরি বৈঠক শেষে এ কথা জানান তিনি। 

রওশন এরশাদ বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ২ মার্চ জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করেছিলাম। কিন্তু পবিত্র মাহে রমজানের পূর্বে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতা থাকায় ওই দিনে সম্মেলনের জন্য উপযুক্ত ভেন্যু না পাওয়ায় আমরা তারিখ পরিবর্তন করে ৯ মার্চ (শনিবার) জাতীয় পাটির দশম জাতীয় সম্মেলনের দিন নির্ধারণ করেছি।’ 

রওশন আরও বলেন, ‘যে দলের লাখ লাখ নেতা-কর্মী দক্ষতা ও যোগ্যতায় এখনো সরকার পরিচালনার স্বপ্ন দেখছে, সেই দলটির সাংগঠনিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। পল্লিবন্ধু এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তায় চরম ধস নেমেছে। পার্টি থেকে পল্লিবন্ধুর নামটাও প্রায় মুছে ফেলা হয়েছে।’ 

সংবাদ সম্মেলনে দলের মহাসচিব কাজী মামুনুর রশীদ জানান, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সম্মেলন অনুষ্ঠিত করার প্রস্তুতি চলছে। সবার অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাউন্সিল সবার জন্য উন্মুক্ত। আমরা সবাইকেই আহ্বান জানাচ্ছি, অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছে। নির্দিষ্ট সময়ে কাউন্সিলে সবাইকে আপনারা দেখতে পাবেন।’

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর