নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর এবার কানাডিয়ান পলিটিক্যাল কাউন্সিলর ব্রেডলি কোর্টসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ও বিদেশ বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল অংশ নেন।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে শামা ওবায়েদ আজকের পত্রিকাকে জানান, দলের কূটনৈতিক কার্যক্রমের অংশ হিসেবেই সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে ব্রেডলির সঙ্গে বসেছে বিএনপি। বৈঠকের আলোচনার বিষয়ে জানতে চাইলে শামা বলেন, দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি (ব্রেডলি) আমাদের কাছে জানতে চেয়েছেন। তাঁর জিজ্ঞাসার বিপরীতে বিএনপির পক্ষ থেকে দেশের বিরাজমান পরিস্থিতি বিশেষত রাজনীতি এবং মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে তুলে ধরা হয়েছে। দেশে এখন যা ঘটছে, বিরোধী দলের নেতা-কর্মীরা যে নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন, সে সম্পর্কে তাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
নির্বাচন নিয়ে কোন আলোচনা হয়েছে কি না জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন নিয়ে বিশেষ কোন আলোচনা হয়নি।’
এর আগে গত বুধবার বিকেলে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে সাক্ষাত করে বিএনপির একটি প্রতিনিধি দল।