হোম > রাজনীতি

বিএনপি-জামায়াতের ৬৭২ নেতা-কর্মী মুক্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীসহ বিএনপি ও জামায়াত-শিবিরের ৬৭২ জন নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। গত মঙ্গল ও গতকাল বুধবার তাঁরা মুক্তি পান।

প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: রাজশাহী কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, আদালত থেকে জামিননামা আসার পর যাচাই-বাছাই করে গতকাল বুধবার ৮০ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত ৩৪০ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের মামলায় শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক বিএনপি-জামায়াতের নেতা-কর্মী গ্রেপ্তার হয়ে কারাবন্দী হন। ৩ আগস্ট রাজশাহীর পাঁচ এইচএসসি পরীক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়েছিল।

কারাগারের জেলার মো. আমান উল্লাহ বলেন, ‘আদালত থেকে জামিন পাওয়া দুই দিনে রাজশাহীর ৪২০ জন কারাবন্দী মুক্তি পেয়েছেন।’

ময়মনসিংহ: মঙ্গল ও বুধবার দুই দিনে ময়মনসিংহে কারামুক্ত হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির ১৮০ জন নেতা-কর্মী। তাঁরা ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেলে তাঁদের কারাগার থেকে মুক্ত করা হয়।

পিরোজপুর: জেলা জামায়াতের আমিরসহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের ৪০ নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা গতকাল জেলা কারাগার থেকে মুক্তি পান। মুক্তিপ্রাপ্ত নেতা-কর্মীরা সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছিলেন। মুক্তিপ্রাপ্তরা জানিয়েছেন, পুলিশ তাঁদের বিনা ওয়ারেন্টে বাসা থেকে তুলে নিয়েছিল।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর