হোম > রাজনীতি

‘শোষণমুক্ত বাংলাদেশের জন্য এখনো লড়াই করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শহীদ বুদ্ধিজীবীরা শোষণমুক্ত ও গণমানুষের বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের এখনো লড়াই করতে হবে। এটাই আজকের দিনের শপথ হওয়া উচিত বলে জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের নেত্রী ডা. মনীষা চক্রবর্তী। 

আজ মঙ্গলবার রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে আজকের পত্রিকাকে এমনটি জানিয়েছেন ডা. মনীষা চক্রবর্তী।

মনীষা চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে স্বপ্ন নিয়ে তাঁদের জীবন দিয়েছেন দেশের জন্য, সেই বাংলাদেশ আমরা সেরকমভাবে পাইনি।’

মনীষা আরও বলেন, ‘আমরা মনে করি, একটা দিবস পালনের মধ্য দিয়েই তো আর শহীদ বুদ্ধিজীবীদের কৃতজ্ঞতা প্রকাশ করা যায় না। তাঁরা যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেটা বাস্তবায়ন করতে হবে।’

এ সময় চলচ্চিত্রকার মানজারে হাসীন মুরাদ বলেন, ‘রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ভাবগাম্ভীর্য নেই। মাইকের আওয়াজ, চিৎকার-চেঁচামেচি, ছবি তোলা—এসবের মধ্য দিয়ে ভাবগাম্ভীর্য প্রকাশ পায় না। শ্রদ্ধা প্রকাশ মনের মধ্যে না থাকলেও প্রকাশ করার বিষয়টা তো একটু অন্যরকম থাকা দরকার। আপনি একটা কবরস্থানে গেছেন, সেখানে গিয়ে তো ছবি তুলবেন না। পার্কে গিয়ে ছবি তুলতে পারি, কিন্তু এখানে এসে ছবি তোলা যায় না।’

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

লন্ডন সফরে জামায়াতের আমির শফিকুর রহমান

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম