হোম > রাজনীতি

বিএনপির ৭ সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির ৭ সংসদ সদস্য।

আজ শনিবার বিএনপির ঢাকার গণসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম সিরাজ দলের পক্ষ থেকে এই ঘোষণা দেন।

সমাবেশে গোলাম সিরাজ বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি আর সংসদে যাবে না। দলের সব সংসদ সদস্য পদত্যাগপত্রে সই করেছেন। যেকোনো সময় তা স্পিকারের কাছে জমা দেওয়া হবে।

একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানা।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা পদত্যাগের ঘোষণা দিয়ে সমাবেশে বলেন, ‘এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। যেই সংসদ বিনা ভোটের সংসদ, যেই সংসদ ভোট চোরের সংসদ; যেই সংসদে সাধারণ মানুষের পক্ষে কথা বলা যায় না, সেই সংসদে থাকার কোনো প্রয়োজন মনে করি না।’ 

‘দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সংসদ থেকে পদত্যাগ করেছি। আমাদের পদত্যাগপত্র ইতিমধ্যে ই-মেইলে পাঠানো হয়েছে। কাল রোববার আমাদের স্বাক্ষর করা পদত্যাগপত্র হাতে হাতে সংসদে পৌঁছে দেব।’

পদত্যাগের চিঠি পাইনি: স্পিকার

বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা দিয়ে ই-মেইল পাঠানোর বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বিএনপির সংসদ সদস্যদের কোনো চিঠি আমি পাইনি। আমার কাছে কোনো চিঠি আসেনি।’

তিনি বলেন, ‘(বিএনপির সদস্যরা) কোথায় বলেছেন বলতে পারি না। আজ তো অফিস বন্ধ। আমার কাছে কোনো চিঠি আসেনি।’

বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

লন্ডন সফরে জামায়াতের আমির শফিকুর রহমান

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম