হোম > রাজনীতি

৭ বছর পর দলের বর্ধিত সভা ডাকল বিএনপি

আজকের পত্রিকা ডেস্ক­

দীর্ঘ সাত বছর পর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। সভা কোথায় হবে-সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, আগামী ২৭ ফেব্রুয়ারি বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলী, জেলা, মহানগর, থানা, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্যরা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেবেন।

কমিটি গঠন:

এদিকে বর্ধিত সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে বলে জানান রিজভী। কমিটিতে রয়েছেন ১. রুহুল কবির রিজভী আহ্বায়ক, ২. খায়রুল কবির খোকন, ৩. হাবিব উন-নবী খান সোহেল, ৪. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ৫. আব্দুস সালাম আজাদ, ৬. সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ৭. এম রশিদুজ্জামান মিল্লাত, ৮. ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ৯. কাজী ছাইয়েদুল আলম বাবুল, ১০. মাহবুবের রহমান শামীম, ১১. সৈয়দ শাহীন শওকত, ১২. আসাদুল হাবিব দুলু, ১৩. জি কে গউছ, ১৪. অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ১৫. শরিফুল আলম, ১৬. শামা ওবায়েদ, ১৭. অনিন্দ্য ইসলাম অমিত, ১৮. সুলতান সালাউদ্দিন টুকু, ১৯. ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ২০. আজিজুল বারী হেলাল, ২১. এবিএম মোশাররফ হোসেন, ২২. রকিবুল ইসলাম বকুল, ২৩. মীর সরফত আলী সপু, ২৪. অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ২৫. ডা. রফিকুল ইসলাম সদস্য, ২৬. রফিকুল আলম মজনু, ২৭. আমিনুল হক।

এর মধ্যে ব্যবস্থাপনা কমিটিতে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আহ্বায়ক, অভ্যর্থনা কমিটিতে হাবিব উন-নবী খান সোহেল আহ্বায়ক ও আবদুস সাত্তার পাটোয়ারী সদস্য, আপ্যায়ন কমিটিতে এম রশিদুজ্জামান মিল্লাত আহ্বায়ক, শৃঙ্খলা কমিটিতে সুলতান সালাউদ্দিন টুকু আহ্বায়ক, মিডিয়া কমিটিতে মওদুদ হোসেন আলমগীর পাভেল আহ্বায়ক, চিকিৎসাসেবা কমিটিতে ডা. রফিকুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির নির্বাহী কমিটির সব শেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সাল ৩ ফেব্রুয়ারি। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত ওই সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দিয়েছিলেন।

মির্জা ফখরুলের ফেসবুক পেজ হ্যাকের চেষ্টা

শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত, ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের আহ্বান নাহিদের

লাশের রাজনীতি, মবের সংস্কৃতি কোনোভাবেই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে না: মাহদী আমিন

সহিংসতায় না জড়িয়ে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের আহ্বান আসিফ মাহমুদের

হাদির আততায়ীর ও প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে: মির্জা ফখরুল

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি