Ajker Patrika
হোম > রাজনীতি

হান্নান মাসউদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হান্নান মাসউদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
নোয়াখালীর হাতিয়ায় আব্দুল হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

হামলার ঘটনা নিয়ে আজ মঙ্গলবার দুপুরে এনসিপির হাতিয়া শাখার উদ্যোগে উপজেলা সদরের ধানসিঁড়ি রিসোর্টে এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য মোহাম্মদ ইউসুফ, তৌহিদুর রহমান, মো. ইসমাইল ও হাসিদুর রহমান। আহত হান্নান মাসউদ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি।

হাফিজুর রহমান বলেন, ‘আবদুল হান্নান মাসউদ হাসিনা সরকার পতনের এক দফার ঘোষক। তিনি ৫ আগস্টের আগে একাধিকবার রাজপথে হামলার শিকার হয়েছেন। এখন তাঁকে তাঁর নিজ জন্মস্থান হাতিয়ায় প্রতিপক্ষের হামলার শিকার হতে হয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলার সঙ্গে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

হাফিজুর রহমান আরও বলেন, ‘আবদুল হান্নান মাসউদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁর ওপর হামলা করা হয়। হামলার ঘটনায় সরাসরি বিএনপির নেতা-কর্মীরা জড়িত। তারা জিয়ার সৈনিক স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আবদুল হান্নান মাসউদসহ আমাদের ৫৫ নেতা-কর্মী আহত হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বাইরে পাঠানো হয়েছে। এদিকে হামলার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও বিএনপির পক্ষ থেকে কোনো দুঃখ কিংবা নিন্দা প্রকাশ করা হয়নি। এতে আমরা মনে করছি এ ঘটনাটি বিএনপি পরিকল্পিতভাবে করেছে। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেছি, বেশ কয়েকজন বিএনপি নেতা-কর্মী এ হামলার সঙ্গে জড়িত ছিলেন। আমরা তাদের নাম উল্লেখ করে ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দিচ্ছি।’

উল্লেখ, গতকাল সোমবার সন্ধ্যার পর উপজেলার জাহাজমারা বাজারে মাসউদের পথসভায় হামলা করা হয়। এই ঘটনার জন্য মাসউদের পক্ষ থেকে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের দায়ী করা হয়।

পোশাকশ্রমিক ও ছাত্রনেতাদের ওপর পুলিশের হামলায় সরকার দায়ী: আনু মুহাম্মদ

স্বাধীনতা দিবসের ভাষণে জিয়ার নাম না নেওয়ায় ড. ইউনূসের ওপর ‘হতাশ’ বিএনপি

৫ আগস্টের ‘টেকনিক’ ব্যবহার করে তরুণদের বড় অংশ ইলেকশনে বিজয়ী হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী সব সময় মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে: গোলাম পরওয়ার

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল

দলগুলোর মধ্যে কোনো অনৈক্য নেই, স্বার্থের সংঘাত আছে: মির্জা আব্বাস

একাত্তর ও চব্বিশ আলাদা কিছু নয়: নাহিদ ইসলাম

শতাধিক গাড়িবহর নিয়ে ‘শোডাউন’ করে তোপের মুখে সারজিস আলম

‘আওয়ামী লিগ’ নামে নতুন দল নিবন্ধনের আবেদনকারী কে এই উজ্জল রায়

ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়: জারাকে সারজিসের জবাব