হোম > রাজনীতি

সিপিবির সাবেক সভাপতি শহীদুল্লাহ চৌধুরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ২২: ৪১
সিপিবির সাবেক সভাপতি শহীদুল্লাহ চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও শ্রমিক নেতা শহীদুল্লাহ চৌধুরী মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

আগামীকাল শনিবার বেলা ১১টায় শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। তাঁর মৃত্যুতে দলের নেতা–কর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শহীদুল্লাহ চৌধুরী বেশ কয়েক বছর ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থ শরীর নিয়েও ২০২০ সাল থেকে শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। দীর্ঘদিন পাট–সুতা ও বস্ত্রকল শ্রমিক–কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্বে ছিলেন তিনি।

১৯৯৩ সালের ১৫ জুন সিপিবির বিশেষ জাতীয় সম্মেলনে শহীদুল্লাহ চৌধুরীকে সভাপতি ও মুজাহিদুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ১৯৯৯ সাল পর্যন্ত শহীদুল্লাহ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেন।

বর্ষীয়ান রাজনীতিবিদ শহীদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

সিপিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা শহীদুল্লাহ চৌধুরী স্বাধীনতা যুদ্ধ থেকে শ্রমিক আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে ছিলেন সংগ্রামী যোদ্ধা। তাঁর মৃত্যুতে বাংলাদেশের শ্রমিক শ্রেণি এক বলিষ্ঠ নেতা ও অকৃত্রিম বন্ধুকে হারাল।

শহীদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ প্রমুখ।

খালেদা জিয়ার বিদেশযাত্রা: ফুটপাতে দাঁড়িয়ে বিদায় জানাতে নেতা-কর্মীদের নির্দেশ বিএনপির

পাঁচ মাসে গ্রেপ্তার ১৫ হাজার, বেশির ভাগ রাজনীতিক

শাহজালালে খালেদা জিয়ার অপেক্ষায় এয়ার অ্যাম্বুলেন্স

স্বাধীনতাবিরোধী দল পেছন থেকে ছুরি মেরে দেশ ধ্বংস করতে চাচ্ছে: নোমান