হোম > রাজনীতি

আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশে যাওয়ার অনুমতি দিলেন আদালত

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই অনুমতি দেন।

আনোয়ার হোসেন মঞ্জু আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন মাসের জন্য এই অনুমতি দিয়েছেন জানিয়েছেন মঞ্জুর আইনজীবী তরিকুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘লিমিটেড সময়ের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত।’

বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদনে বলা হয়, ‘আনোয়ার হোসেন মঞ্জু বয়স্ক লোক। তিনি অসুস্থ তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়া প্রয়োজন।’

এর আগে গত বছর ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঞ্জুর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন একই আদালত। ওই দিনই বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাঁকে আটক করে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দায়ের করা পাঁচটি হত্যা মামলার আসামি আনোয়ার হোসেন মঞ্জুকে থানা থেকেই রাতে মুক্তি দেওয়া হয়।

দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিনের জিম্মায় তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। অসুস্থ ও বয়স্ক হওয়ায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিচারিক ক্ষমতায় আনোয়ার হোসেন মঞ্জুকে মুক্তি দেওয়া হয়।

সালেহ উদ্দিন স্বাক্ষরিত মঞ্জুর জিম্মানামায় বলা হয়, ‘আনোয়ার হোসেন মঞ্জু শারীরিকভাবে গুরুতর অসুস্থ এবং বয়োবৃদ্ধ বিধায় তাঁকে আদালত ও তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ভবিষ্যতে তলব করা মাত্র নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে হাজির করতে বাধ্য থাকব। এবং মামলার পরবর্তী নির্ধারিত তারিখের মধ্যে আদালতে হাজির করব।’

আনোয়ার হোসেন মঞ্জু রাজনীতিবিদ ছাড়াও একজন ব্যবসায়ী ও সাংবাদিক।

পিরোজপুর-২ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিন মেয়াদে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আনোয়ার হোসেন মঞ্জু গত নির্বাচনে হেরে যান।

আনোয়ার হোসেন মঞ্জু হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পরে তিনি জাতীয় পার্টি (জেপি) গঠন করে এর চেয়ারম্যান হন।

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন

নির্বাচন ও ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের জরুরি সভা