হোম > রাজনীতি

স্বীকৃতি চেয়ে ইসিতে চিঠি দিল করিম-সেলিমের এলডিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মূল অংশ হিসেবে স্বীকৃতি দিতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আজ বুধবার নির্বাচন কমিশন সচিবের কাছে এই চিঠি পাঠানো হয়। চিঠিতে ইসি-সংক্রান্ত যাবতীয় বিষয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়। 

শাহাদাত হোসেন সেলিমের সই করা চিঠিতে বলা হয়, এলডিপি বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি রাজনৈতিক দল। দলের চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে ২০১৯ সালের ১৮ নভেম্বর সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে এলডিপি। সাবেক সংসদ সদস্য আবদুল করিম আব্বাসীর নেতৃত্বে এ কমিটি হয়। পরে ২০১৯ সালের ১২ ডিসেম্বর বর্ধিত সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২০ সালের ৪ জানুয়ারি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলন করে এলডিপি। সম্মেলনে আবদুল করিম আব্বাসী সভাপতি ও শাহাদাত হোসেন সেলিম মহাসচিব নির্বাচিত হন। পরে এলডিপির পূর্ণাঙ্গ কমিটি হয়। 

চিঠিতে আরও বলা হয়, ‘এলডিপি নিয়মিত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। দলের মূলস্রোত ও নেতা-কর্মী, অনুসারী আব্বাসী ও সেলিমের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এ অবস্থায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির মূল অংশ হিসেবে আমাদের সঙ্গে যাবতীয় কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানাই। একই সঙ্গে নেতা-কর্মীদের রাজনৈতিক আদর্শের প্রতি সম্মান ও মর্যাদা রেখে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন এলডিপিকে স্বমর্যাদায় স্বীকৃতি দেওয়ার জোর আহ্বান জানাই।’ 

এ প্রসঙ্গে জানতে চাইলে এলডিপি মহাসচিব আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা স্বীকৃতি পাওয়ার জন্য ইসির কাছে আবেদন জানিয়েছি। ইসি বিষয়টি যথাযথভাবে বিবেচনা করবে বলে প্রত্যাশা করছি।’ 

এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের মহাসচিব রেদোয়ান আহমদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করে কর্নেল অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপি। ওই সমাবেশে গণতন্ত্র পুনরুদ্ধারে কর্নেল অলিকে এক কাতারে চলার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আমরা জনগণের পক্ষে দাঁড়াতে চাই। তাই আমাদের এমন কিছু করা চলবে না, যাতে আমাদের মধ্যে বিভক্তি তৈরি হয়। আমাদের একটাই শর্ত, এই সরকারের পতন। সরকারের পতনের পর যদি কোনো দর-কষাকষি থাকে, সেটা দেখা যাবে। কিন্তু আমাদের সরকার পতনের আন্দোলনে এক থাকতে হবে।’ 

গয়েশ্বরের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে শাহাদাত হোসেন সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘কর্নেল অলি যে লাইনচ্যুত, তিনি ও তাঁর দল যে ২০ দলীয় জোটে নাই, গয়েশ্বর রায়ের বক্তব্যেই তা প্রমাণিত হয়েছে।’ 

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর