নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে আজ শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। আগামী ২৭ জুলাই সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ করবে দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা করবেন।
বিএনপির একটি সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি বলছে, গতকাল শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় এই কর্মসূচি চূড়ান্ত করা হয়। বিএনপির পাশাপাশি সমমনা দলগুলো নিজ নিজ জায়গা থেকে এই কর্মসূচি ঘোষণা করবে।