নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারত বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, বরং শেখ হাসিনার মতো একজন স্বৈরশাসকের সঙ্গে ভারত বন্ধুত্ব চায়।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত সংগঠনটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির বিগত আন্দোলনে গুম, খুন হওয়া ব্যক্তিদের আর্থিক অনুদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘ভারতের কেন্দ্রীয় ও প্রভাবশালী মন্ত্রী যখন দৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবেন, তখন বাংলাদেশের মানুষের তো আবেগ থাকতেই পারে। তারা যখন হেয় করবে, অবহেলা করবে, ঘৃণা করবে—তখন তো আমাদের মধ্যে আবেগ আসবেই। বাংলাদেশের জনগণকে তারা পছন্দ করে না, জনগণের সঙ্গে তারা বন্ধুত্ব চায় না। তাদের পছন্দ শেখ হাসিনা। কারণ, শেখ হাসিনা থাকলে ভারত বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে পারে।’
তিনি বলেন, ‘আমাদের গোটা জাতিই তো নিজ দেশ নিজ রাষ্ট্রের ব্যাপারে অত্যন্ত আবেগপ্রবণ। ভারতে ইলিশ রপ্তানি হতেই পারে। কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর আমি কেন বলব না—আমরা ইলিশ মাছ দেব না।’
ভারতের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করি, কিন্তু তাদের সংকট হলে রপ্তানি বন্ধ করে দেয়। রপ্তানির ওপর শুল্ক বৃদ্ধি করে দেয়। তারা কিন্তু আমাদের এক ইঞ্চিও ছাড় দেয় না।’
নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘জরুরি সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। দেশে গণতান্ত্রিক চর্চা যেন বিচ্যুত না হয়, এ জন্য সর্তক থাকতে হবে অর্ন্তবর্তী সরকারকে।’
সভায় বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম বলেন, ‘সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির ৪২২ জন শহীদ হয়েছে। আমাদের প্রাথমিক বিজয় হয়েছে, কিন্তু চূড়ান্ত বিজয় হয়নি। এই সরকারের মধ্যেই খুনি হাসিনার দোসররা ঘাপটি মেরে বসে আছে।’
বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, ‘একাত্তরের পরে যদি আওয়ামী লীগ সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার করত, তাহলে আজকে বাংলাদেশ আরও সমৃদ্ধ হতো।’