Ajker Patrika
হোম > রাজনীতি

‘মানুষ লাল কার্ড দেখানোয় বিএনপির নির্বাচন ভালো লাগে না’

জামালপুর প্রতিনিধি

‘মানুষ লাল কার্ড দেখানোয় বিএনপির নির্বাচন ভালো লাগে না’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, মানুষ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। তাই তাদের নির্বাচন ভালো লাগে না। নির্বাচন কমিশন ভালো লাগে না। পরিষ্কার করে বলতে চাই, সংবিধানের বাইরে যাওয়ার ক্ষমতা বা এখতিয়ার আমাদের নেই। সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপিও নাকে খত দিয়ে নির্বাচনে আসবে।

আজ বুধবার দুপুরে জামালপুর আশেক মাহমুদ কলেজ মাঠে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংস করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে নানক বলেন, মানুষ আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। আওয়ামী লীগও মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। শুধু মানুষ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। এটি বিএনপিকে বুঝতে হবে। 

জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়। 

সাত বছর পর অনুষ্ঠিত জামালপুর জেলা ছাত্রলীগের এ সম্মেলনে খাবীরুল ইসলাম খান বাবুকে সভাপতি ও নাফিউল করিম রাব্বীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

জামায়াতে আগ্রহ বিদেশিদের

খাগড়াছড়িতে ধর্ষণ ও হামলার ঘটনায় তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে গণতান্ত্রিক অধিকার কমিটি

যাদের একাধিক দেশের পাসপোর্ট আছে, তারাই অন্যদের সেফ এক্সিটের তালিকা করে: আসিফ

৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া

তফসিলের আগেই গণভোট হওয়া উচিত: ইসলামী আন্দোলন

১৫–১৮ নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের

ইসিতে গঠনতন্ত্র ও ব্যাংক অ্যাকাউন্ট জমা দিল জামায়াত

শহিদুল আলমের মুক্তির জন্য সরকারকে সর্বোচ্চ ভূমিকা নেওয়ার আহ্বান গণসংহতির

শহিদুল আলমকে ইসরায়েলের আটকের ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ ও নিন্দা

গণভিত্তিক সরকার প্রতিষ্ঠার আগপর্যন্ত বিভক্ত হওয়া যাবে না: দুদু