Ajker Patrika
হোম > রাজনীতি

জনসভায় কতলের পক্ষে যুক্তি: দুঃখপ্রকাশ করলেন মোসাদ্দেক বিল্লাহ মাদানী

অনলাইন ডেস্ক

জনসভায় কতলের পক্ষে যুক্তি: দুঃখপ্রকাশ করলেন মোসাদ্দেক বিল্লাহ মাদানী
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। ফাইল ছবি

প্রকাশ্য জনসভায় ‘মারধর ও কতলের পক্ষে যুক্তি’র ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইসলামি আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘এগুলারে পিডান লাগবে, কতল করা লাগবে, এগুলারে মাইর ছাড়া কোনো উপায় নাই। এগুলা দাওয়াতে ফেরবে না। যে সমস্ত ইসলামপন্থীরা বলে দাওয়াত দিয়া সব হেদায়েত হবে, এটা সম্পর্ণ কোরআন-হাদিসবিরোধী কথা। আপনাকে প্রয়োজনে মারতে হবে। আপনাকে লড়তে হবে প্রয়োজনে।’

মাদানী আরও বলেন, ‘দাওয়াত দিয়া সব মানুষ হেদায়েত হবে...তাহলে কেসাসের কথা, খুনের পরিবর্তে খুন-আল্লাহ কেন এই আয়াত নাজিল করল। আল্লাহ জানেন, তার কিছু বান্দা আছে এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে, গরুর দলের চেয়ে খারাপ। এগুলারে পিডান লাগবে, কতল করা লাগবে, এগুলারে মাইর ছাড়া কোনো উপায় নাই। এগুলা দাওয়াতে ফেরবে না। এই যে দলিল।’

পরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এমন বক্তব্যের তীব্র সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ এক বিবৃতিতে দুঃখপ্রকাশ করেন ইসলামী আন্দোলনের এই নেতা।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমার সেদিনের বক্তব্য বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। ফলে জনগণের মাঝে ভুল-বোঝাবুঝির আশঙ্কা তৈরি হয়েছে। আমি সম্পূর্ণরূপে কুরআন ও সুন্নাহর আলোকে বক্তব্য উপস্থাপন করেছি। তদুপরি, আমার এরূপ বক্তব্য কোনো বিশেষ ব্যক্তি বা মহলের মনঃকষ্টের কারণ হয়ে থাকলে আমি সে জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।’

তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামি মূল্যবোধের প্রচার-প্রসারের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে তাদের এ ভূমিকা অব্যাহত থাকবে।

মার্চের মধ্যেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে হবে: সালাহউদ্দিন

বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান দুদুর

সাবেক রাষ্ট্রপতি হামিদের শ্যালক জামায়াতের প্রার্থী

বিএনপির বর্ধিত সভা: কোনো অজুহাতেই নির্বাচনে বিলম্ব নয়

সনাতনীদের ধর্মীয় পরিচয় যেন কেউ হীনস্বার্থে ব্যবহার করতে না পারে: তারেক রহমান

জুলাইয়ের নায়কদের নতুন যাত্রা

রমজানে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধে সরকারকে ব্যবস্থা নিতে বললেন জামায়াত আমির

জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের উত্থান যেভাবে

বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির ১৫১ সদস্যের কমিটি ঘোষণা