হোম > রাজনীতি

জনগণের জন্যই নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি: চুন্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের পরিবেশ সন্তোষজনক জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। আজ রোববার বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। 

চুন্নু বলেন, ‘আমরা নির্বাচন করছি ২৮৩টি আসনে। সেখানে অন্য কোনো দলের প্রার্থী আছে নাকি স্বতন্ত্র প্রার্থী আছে, না বিদ্রোহী প্রার্থী আছে—সে নিয়ে আমরা চিন্তা করছি না। আমরা যুদ্ধ করে যাব।’

জাপা মহাসচিব বলেন, ‘নির্বাচনের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশন ও সরকার আমাদের আশ্বাস দিয়েছিল। আমাদের আস্থা এসেছে যে তারা নির্বাচনটা ভালোভাবে করবে। সে লক্ষ্যে সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করে যাচ্ছে। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে নির্বাচন হওয়ার আগপর্যন্ত ভালো নির্বাচনের জন্য যা যা সহযোগিতা করার তা করবে। আমি জাপা চেয়ারম্যানের পক্ষ থেকে সব প্রার্থীকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করব। নির্বাচন যাতে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, সেই লক্ষ্যে কাজ করে যাব। আমরা আশাবাদী গণতন্ত্রকে রক্ষার জন্য দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।’ 

জাতীয় পার্টির ওপর কোনো চাপ নেই জানিয়ে চুন্নু বলেন, দেশের জনগণের জন্যই নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। আজ রোববার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জি এম কাদের পক্ষে প্রত্যাহারপত্র জমা দেন দলটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। গত ১৭ জুলাই এ আসনে উপনির্বাচনে বিজয়ী হন তিনি।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর