হোম > রাজনীতি

পাতানো নির্বাচন দেশকে ভয়াবহ বিপর্যয়ে ফেলবে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘সরকারের একগুঁয়েমি মনোভাবের কারণে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিরা হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে। যা একটি স্বাধীন-সার্বভৌম দেশের জন্য চরম হুমকি। সরকার পাতানো নির্বাচনের মাধ্যমে দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। ফলে দেশ ভয়াবহ অর্থনৈতিক হুমকিতে পড়তে যাচ্ছে।’ 

আজ রোববার চরমোনাই মাদ্রাসা মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ পরিষদ কেন্দ্রীয় মজলিশে শুরা অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। 

অধিবেশনে সরকারের একতরফা নির্বাচন আয়োজনে উদ্বেগ প্রকাশ করে চরমোনাই পীর আরও বলেন, বিরোধী দলবিহীন পাতানোর নির্বাচন দেশকে ভয়াবহ সংকটে নিপতিত করবে। সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের রাজনৈতিক দলগুলোর প্রচণ্ড বিরোধিতা উপেক্ষা করে সরকার একতরফা প্রহসনের নির্বাচন করার অপরিণামদর্শী খেলায় মেতে উঠেছে। জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করলে এটা দেশবাসী মানবে না। আসন্ন নির্বাচনে কোনো প্রকার সহযোগিতা এবং ভোটদান থেকে বিরত থাকতে দেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

অধিবেশনে নতুন শিক্ষা কারিকুলাম জাতিকে মেধাশূন্য করার চক্রান্ত উল্লেখ করে রেজাউল করীম বলেন, ‘নতুন কারিকুলামের বই কোনো ছাত্রছাত্রী পড়বে না। বিতর্কিত কারিকুলাম বাতিল করে দেশের ৯৯ ভাগ মানুষের চিন্তাচেতনা অনুযায়ী নতুন কারিকুলাম প্রণয়নের দাবি জানাই।’

হাদির আততায়ীর ও প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে: মির্জা ফখরুল

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন