হোম > রাজনীতি

অতি ধনী আর আমলাদের উদ্দেশ্য পূরণের বাজেট: মেনন 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ২০২১-২২ বাজেট নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে আমাদের বাজেট অতি ধনী এবং সামরিক, বেসামরিক আমলাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার বাজেট পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।  

মেনন বলেন, যদিও বলা হয়েছে জীবন জীবিকার সঙ্গে ভারসাম্যপূর্ণ, অর্থনৈতিক অগ্রগতির কথা কিন্তু আসলে এটা প্রবৃদ্ধি পাবে না। এখানে প্রধানমন্ত্রীর যে চারটি কৌশল নিয়েছিলেন এবং যে সাহসী পদক্ষেপ নিয়েছিলেন আমরা বাজেটে তার বাস্তবায়ন গতবারও দেখিনি, এবারও একই অবস্থা।  

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে সেটা কোনো সন্দেহ নেই সেটা প্রশংসনীয়। কিন্তু নতুন যে দুই কোটি থেকে আড়াই কোটি মানুষ গরিব হয়ে গেল এদের জন্য কোনো ব্যবস্থা এখানে নেই।
 
‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ শীর্ষক ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করোনা পরিস্থিতির কারণে এবারের বাজেট অধিবেশনও সংক্ষিপ্ত হবে। দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হতে যাচ্ছে এটি।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর