Ajker Patrika
হোম > রাজনীতি

দেশের সংকট উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সংকট উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের

ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের সকল সংকটময় মুহূর্তে তরুণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে গোষ্ঠীতন্ত্র, সাম্প্রদায়িকতা, দুর্নীতি-বৈষম্যসহ নানাবিধ সমস্যা সংকটে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। 

আজ শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে রাশেদ খান মেননের ৮১ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ যুব মৈত্রী ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর যৌথ আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 

রাশেদ খান মেনন বলেন, ৫২ থেকে ৭১-এ দেশের প্রতিটি লড়াইয়ে অনন্য অবদান রেখেছেন এ দেশের তরুণ সমাজ। ৮০-র দশকে এরশাদ বিরোধী সংগ্রাম, ৯০-এর গণঅভ্যুত্থানেও তরুণ সমাজ মূল ভূমিকায় ছিলেন। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত হয়েছিল তরুণদের লড়াইয়ের কারণেই। তাই আজকের যে সমস্যা ও সংকট তা থেকে উত্তরণে তারুণ্যকেই এগিয়ে আসতে হবে। 

সারা পৃথিবীতেই তারুণ্যের শক্তির কারণেই লড়াইয়ে বিজয় অর্জিত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আজকেও ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে পৃথিবীর দেশে দেশে ইসরায়েল ও সাম্রাজ্যবাদী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে তরুণ সমাজ। তারুণ্যের উত্থান ছাড়া অতীতে যেমন কোনো লড়াইয়ে বিজয় অর্জিত হয়নি, ভবিষ্যতেও তারুণ্যের জাগরণ ছাড়া মুক্তি আসবে না। 

তারুণ্যকে লড়াইয়ে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজকে দেশজুড়ে যে গোষ্ঠীতন্ত্র চলছে, সাম্প্রদায়িক মৌলবাদী আগ্রাসন চলছে, সাম্রাজ্যবাদী শক্তি নানাভাবে দেশটাকে গ্রাস করছে, দুর্নীতি-লুটপাটের মাধ্যমে ধনবৈষম্য বেড়ে চলছে তার বিরুদ্ধে তারুণ্যের উত্থান ঘটিয়ে লড়াইকে জোরদার করতে হবে। আমার বিশ্বাস তরুণেরা ঘুরে দাঁড়াবেই।’ 

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ যুব মৈত্রীর সাধারণ সম্পাদক তাপস দাস, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস আলো প্রমুখ।

বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের জানাজা নয়াপল্টনে, বাদ আসর

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান আর নেই

ফাঁসির আসামি জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি আজ

দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দিবেন না: আগে স্থানীয় নির্বাচন প্রসঙ্গে ফখরুল

শৃঙ্খলাভঙ্গের দায়ে ঢাবির সাদা দল থেকে ৩ শিক্ষককে বহিষ্কার

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

চীন সফরে বিএনপিসহ আট দলের নেতারা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুলের মুক্তির দাবিতে জামায়াতের কর্মসূচি নিয়ে যা বললেন প্রেস সচিব

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক