হোম > রাজনীতি

অভ্যুত্থানের মতো দেশের স্বার্থেও শিবিরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব: সারজিস

ঢাবি প্রতিনিধি

সারজিস আলম। ফাইল ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সহযোদ্ধা হিসেবে আখ্যা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, অভ্যুত্থানের সময় শিবিরের সঙ্গে যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন, ভবিষ্যতেও সেভাবেই কাজ করে যাবেন।

আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এসব বলেন সারজিস আলম। তিনি বলেন, ‘২৪-এর অভ্যুত্থানে যেভাবে একসঙ্গে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, এমনকি পরিকল্পনার টেবিলে শিবিরের সঙ্গে বসে যেভাবে কাজ করেছি, ঠিক সেভাবে দেশের স্বার্থকে সবার ওপরে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।’

সারজিস আলম বলেন, ‘ছাত্রশিবিরকে ২৪-এর গণ-অভ্যুত্থানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোদ্ধা হিসেবে পেয়েছি। রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার ভূমিকা রেখেছিল ছাত্রশিবির। সত্য কখনো চাপা রাখা যায় না। সত্য প্রকাশিত হওয়া শুধু সময়ের অপেক্ষা।’

এই ছাত্রনেতা আরও বলেন, ‘আমাদের জায়গা থেকে মনে করি, ইসলামী ছাত্রশিবিরসহ এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, সংগঠন ছিল—খুনি হাসিনা স্বাধীন দেশে বেঁচে থাকাটা যাদের জন্য দুঃসাধ্য করে রেখেছিল। খুনি হাসিনা আপনাদের (ছাত্রশিবির)সহ অনেককে যেভাবে রিপ্রেজেন্ট করতে (তুলে ধরতে) চেয়েছিল, সেটা নতুন প্রজন্ম বিশ্বাস করে না। কাজের মধ্য দিয়ে আপনাদের গ্রহণযোগ্যতা দেশের মানুষের কাছে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন, আমরা এই আশা রাখি।’

শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত, ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বনের আহ্বান নাহিদের

লাশের রাজনীতি, মবের সংস্কৃতি কোনোভাবেই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে না: মাহদী আমিন

সহিংসতায় না জড়িয়ে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের আহ্বান আসিফ মাহমুদের

হাদির আততায়ীর ও প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে: মির্জা ফখরুল

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি