হোম > রাজনীতি

ইসি গঠন নয়, রাজনীতিতে প্রধান সংকট নির্বাচনকালীন সরকার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান রাজনৈতিক যে সংকট, সেটি কোনো নির্বাচন কমিশন গঠনের সংকট নয় বা আইন তৈরি করারও সংকট নয়। প্রধান যে সংকট, সেটি হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন রকম সরকার থাকবে সেটি। যদি আওয়ামী লীগ সরকার থাকে, তাহলে সেই নির্বাচনের কোনো মূল্যই হতে পারে না, অর্থই হতে পারে না।’

আজ শনিবার জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুল দেওয়া শেষে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘অবশ্যই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ, নির্দলীয় সরকার থাকতে হবে, যারা নিরপেক্ষভাবে একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং তাদের পরিচালনায় একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ 

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা প্রত্যাশা করি এই নববর্ষে জনগণ মুক্ত হবে, গণতন্ত্র মুক্ত হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন। দেশে অবশ্যই আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব।’ 

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বন্দী বা সাজার বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেওয়া। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলা এবং সাজা দেওয়া হয়েছে। শেখ হাসিনা তাঁর ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার কারণেই এ ধরনের অবস্থা তৈরি করে রেখেছেন।’ 

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর