হোম > রাজনীতি

একই সঙ্গে বিধিনিষেধ ও নির্বাচন অনুষ্ঠান সাংঘর্ষিক: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা মোকাবিলায় বিধিনিষেধ জারি করে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকে ‘সাংঘর্ষিক’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিধিনিষেধ তবে কি বিএনপির আন্দোলনকে বন্ধ করার উদ্দেশ্যেই—সরকারের কাছে এমন প্রশ্নও রেখেছেন তিনি। 

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে করোনা আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর স্ত্রীর রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে গয়েশ্বর এ কথা বলেন। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নারায়ণগঞ্জে সিটি (করপোরেশন) নির্বাচন চলছে। ইউপি নির্বাচনেও মারামারি কাটাকাটি যা হওয়ার, হচ্ছে। সরকারি প্রজ্ঞাপন জারি করার পরও এ পর্যন্ত নির্বাচন কমিশন তাদের নির্বাচনী কার্যক্রম বন্ধ করে নাই। তাহলে সরকারের প্রজ্ঞাপন জারির পর নির্বাচন করা কি প্রযোজ্য? নির্বাচন কমিশনের কাছে সরকারও কোনো অনুরোধ করে নাই।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য অনেকেই রাজপথে নেমেছেন। ঠিক সেই মুহূর্তে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। সবকিছুই চলছে, দোকানপাট ব্যবসা-বাণিজ্য—সব চলবে। শুধু চলবে না রাজনৈতিক সমাবেশ। রাজনৈতিক সমাবেশ করে কারা, বিএনপি। সুতরাং এটা প্রজ্ঞাপন জারি না। প্রজ্ঞাপন শুধু বিএনপির রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার জন্য কি-না—এ প্রশ্নের উত্তর আর কিছুদিন পরে বোঝা যাবে।’ 

গয়েশ্বর বলেন, ‘এই সরকার করোনা নিয়ে অনেক ছলনা করেছে। যখন করোনা বাড়ে, তখন কম দেখায়। যখন কমে, তখন বাড়িয়ে দেখায়। মানুষও বিশ্বাস করে সরকার করোনা নিয়ে রাজনীতি করছে। শুধু তাই নয়। এই করোনা নিয়েও সরকার দুর্নীতি করেছে। রোগীদের সঙ্গে ছলনা করেছে।’ 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর