হোম > রাজনীতি

সরকারপতন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: গয়েশ্বর

খুলনা প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকারের পতন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর সরকারের পতনের জন্য রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলন ছাড়া এই সরকারের পতন সম্ভব নয়।

আগামী ২২ অক্টোবর খুলনায় বিএনপির সমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন গয়েশ্বর চন্দ্র। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের শহিদ শেখ আবু নাসের (ব্যাংকুয়েট) হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আইনজীবী নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত, আজিজুল বারী হেলাল, রকিবুল ইসলাম বকুল, জেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক  আমির এজাজ খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর বলেন, ‘সরকারে ভয়ে কাঁপছে। সরকার দুর্বল হয়ে পড়েছে। এখন প্রয়োজন দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধভাবে রাজপথে তীব্র গণ-আন্দোলন। আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পতন ঘটিয়ে তবে ঘরে ফিরতে হবে।’

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

লন্ডন সফরে জামায়াতের আমির শফিকুর রহমান

দুই মিত্র জোটের সঙ্গে বিএনপির বৈঠক

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জি এম কাদেরের জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম