নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামিনে মুক্ত হয়ে নেতা কর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর যুবলীগের সাবেক সভাপতি (ক্যাসিনো কাণ্ডে বহিষ্কৃত) ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।
আজ শুক্রবার বিকেল পৌনে ৫টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতা কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় ১৫ আগস্ট নিহত হওয়া বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
ক্যাসিনো কাণ্ডে বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটে আগমনকে কেন্দ্র করে শুক্রবার বেলা আড়াইটার আগ থেকে তাঁর অনুসারীরা ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জড়ো হতে থাকেন। তারা আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং সম্রাটকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
শ্রদ্ধা নিবেদনের শেষে নেতা কর্মীদের সঙ্গে সম্রাট স্লোগান দেন, ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সম্রাট। প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার রক্তে রাজনীতি। আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী ছিলাম, কর্মী হিসেবেই আজীবন কাজ করব। নেত্রী যে নির্দেশনা দেবেন তাই পালন করব। বঙ্গবন্ধুকন্যা আমার রাজনৈতিক অভিভাবক।’
এক প্রশ্নের জবাবে বহিষ্কৃত এ নেতা বলেন, ‘জাতির শোকের মাসে স্বাধীনতা বিরোধীরা যে আস্ফালন করছে, দেশের যুব সমাজ তা মেনে নেবে না। বিএনপি-জামায়াত সন্ত্রাসের পথ বেছে নিলে যুব সমাজ রাজপথেই মোকাবিলা করবে।’
জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় সম্রাটের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহসভাপতি সোহরাব হোসেন স্বপন, সরোয়ার হোসেন মনা, হারুনুর রশিদ, নাজমুল হোসেন টুটুল, কামাল উদ্দিন খান, মহসিন মাহমুদ, মজিব মহসিন পিয়াস, আলী আকবর বাবুল, মুরসালিন আহমেদ, খোরশেদ আলম মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, মোহাম্মদ মাকসুদুর রহমান, ইব্রাহিম খলিল মারুফসহ অনেকেই।
ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। ওই দিন তার কাকরাইল কার্যালয়ে অভিযান চালায় বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল জব্দ করে র্যাব। এরপর একই বছরের ১২ নভেম্বর তাঁর জ্ঞাত আয়ের উৎসের বাইরে ২ কোটি ৯৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ দায়ের করে দুদক।
দুর্নীতি মামলায় গত মে মাসে সম্রাটে জামিন হলে পরে আবার তা বাতিল করা হয়। গত ২২ আগস্ট তাকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়। কারা তত্ত্বাবধানে দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ২২ আগস্ট রাতে মুক্তি পান। তিনি হাসপাতাল থেকে বৃহস্পতিবার রাতে বাসায় যান। শ্রদ্ধা নিবেদন শেষে শারীরিকভাবে অসুস্থতাবোধ করায় আবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য ভর্তি হন। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তারের পরামর্শে তিনি রাতেই বাসায় যান।