হোম > রাজনীতি

শুধু রাজপথেই নয়, এই সরকারের হিংস্রতা কারাগারেও: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সদ্য কারামুক্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই সরকারের হিংস্রতা শুধু রাজপথেই নেয়, কারাগারেও। সেখানে রাজবন্দীরা অমানবিক জীবন যাপন করছেন। আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে।’ 

কারামুক্ত হওয়ার পর আজ বুধবার দিনভর দলের নেতা-কর্মীরা শুভেচ্ছা জানাতে এলে তাঁদের উদ্দেশে রিজভী এসব কথা বলেন। রাজধানীর আদাবরে রিজভীর বাসায় এদিন সকাল থেকেই নেতা-কর্মীরা ভিড় জমান। 

এ সময় আক্ষেপ করে রিজভী বলেন, ‘ঈদের আগে আমি সব মামলায় জামিন পেলেও সামান্য অজুহাতে মুক্তি দেওয়া হয়নি, পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে দেওয়া হয়নি।’ 

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা আজ অনেক বেশি উজ্জীবিত। এই সরকার জুলুম-অত্যাচার করে নেতা-কর্মীদের দমিয়ে রাখতে পারেনি। আজকে যে লড়াই সেটি গণতন্ত্রের জন্য লড়াই, বাক্-স্বাধীনতা ফিরিয়ে আনার লড়াই, সংবাদপত্রের স্বাধীনতার লড়াই, মানুষের অধিকার ফিরে পাওয়ার লড়াই।’

রিজভী বলেন, ‘আমি মুক্তি পাওয়ার পর যেভাবে বিপুলসংখ্যক নেতা-কর্মী আমাকে শুভেচ্ছা জানাতে এসেছে তাতে আমি যে আন্দোলন হচ্ছে, তারই প্রতিফলন দেখতে পাচ্ছি। এই লড়াই কোনো ব্যক্তি বা দলের জন্য নয়। এটি দেশ বাঁচানোর লড়াই, একনায়কতন্ত্র থেকে মুক্ত হওয়ার লড়াই।’ 

এ সময় রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগমসহ বিএনপি নেতা খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, আব্দুস সালাম আজাদ, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আমিনুল হক, মীর সরাফত আলী সপুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিরাপত্তা শঙ্কায় ইসিতে ব্যারিস্টার ফুয়াদ ও রেহা কবির সিগমা

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন ফরম বিক্রি শুরু

আনিস আলমগীরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাল সিপিজে

ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

তারেক রহমানের জন্য বিএনপির অভ্যর্থনা কমিটি

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম

মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে: মঈন খান

একটি বিশেষ মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, সাক্ষাৎকার ২১ ডিসেম্বর