Ajker Patrika
হোম > রাজনীতি

নৌকার কালামকে নিয়ে এক দিনে ইসির দুই চিঠি, মামলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নৌকার কালামকে নিয়ে এক দিনে ইসির দুই চিঠি, মামলার নির্দেশ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-৪ (বাগমারা) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ সংবলিত দুটি চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সংশ্লিষ্ট থানায় মামলা করার এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম। 

দুটি চিঠিতেই উপসচিব আব্দুছ সালাম স্বাক্ষর করেছেন। বাগমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মজিদ জানিয়েছেন, একটি চিঠি তিনি পেয়েছেন শুক্রবার দিবাগত রাত ১টার দিকে। আর অপর একটি চিঠি পান আজ শনিবার দুপুরে। রাতের চিঠির বিষয়ে তিনি মামলা করতে থানায় এজাহার দিয়ে এসেছেন।

প্রথম চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ গত ২৬ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী এনামুল হককে উদ্দেশ করে প্রাণনাশের হুমকি, অশ্লীল ভাষায় বক্তব্য এবং ‘নৌকার বাইরে কোনো মাস্তানি চলবে না’ বলে বিভিন্ন প্রকার আক্রমণাত্মক বক্তব্য দেন। এ কারণে ইসি তাঁর বিরুদ্ধে থানায় এজাহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

দ্বিতীয় চিঠিতে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর আবুল কালাম আজাদ স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন। এ ব্যাপারে এই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি একটি প্রতিবেদন দিয়েছে। তাই নির্বাচন কমিশন আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

দুটি চিঠিতেই মামলা করার জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। চিঠির অনুলিপি রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট থানায় এজাহার গ্রহণের বিষয়টি নিশ্চিত করে এজাহারের অনুলিপিসহ তা ইসিকে ২৪ ঘণ্টার মধ্যে অবহিত করার অনুরোধ জানিয়ে চিঠির অনুলিপি রাজশাহীর পুলিশ সুপারের (এসপি) কাছেও পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মজিদ বলেন, ‘রাতের চিঠির পরিপ্রেক্ষিতে দুপুরে আমি থানায় একটি এজাহার দিয়ে এসেছি। এখন আমি নির্বাচনী সামগ্রী বিতরণে ব্যস্ত। শুনলাম মামলা করার জন্য আরেকটি চিঠি এসেছে। আরেকটা মামলা করতে হবে।’ 

রাজশাহীর এসপি সাইফুর রহমান বলেন, ইসির চিঠির অনুলিপি তিনি পেয়েছেন। মামলা রেকর্ড হওয়ার পরেই ইসিকে অবহিত করা হবে। মামলার এজাহারের অনুলিপিও পাঠিয়ে দেওয়া হবে। 

রাজশাহী-৪ আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ বাগমারার তাহেরপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলীয় মনোনয়ন পেয়ে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য পদে নির্বাচন করছেন। 

আর এ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ২০০৮ সাল থেকেই এলাকার সংসদ সদস্য। পরপর তিনটি নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে তিনি নৌকা প্রতীক নিয়ে করলেও এবার মনোনয়ন পাননি। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক। 

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আবুল কালাম আজাদের বিরুদ্ধে অন্তত ১৮টি অভিযোগ জমা পড়েছে। তাঁকে বেশ কয়েকবার কারণ দর্শানোর নোটিশও দেয় এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি। সর্বশেষ গত সোমবার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে সুপারিশ করে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

‘শিবির’ ট্যাগ দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে না রাখার অভিযোগ

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন

আওয়ামী লীগের বিচার বিএনপি চায়, তবে নির্বাচন পিছিয়ে নয়: মির্জা আব্বাস

সামনে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে করা যেতে পারে: নাহিদ ইসলাম

যত দিন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, তত দিন কেউ যেন নির্বাচনের কথা না বলে: সারজিস

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা

নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান প্রয়োজন: নাহিদ ইসলাম

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কার্যক্রম শুরু করল এনসিপি

তৃণমূলে দল গোছানোয় নজর এনসিপির

অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষে ‘খোলামেলা’ ওকালতি করছেন: ড. শফিকুর