হোম > রাজনীতি

বিএনপি পরপর দুইবার ক্ষমতায় আসবে: শামসুজ্জামান দুদু

ঠাকুরগাঁও প্রতিনিধি

জনসভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: আজকের পত্রিকা

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শুধু বাংলাদেশ না সারা বিশ্ব জানে। ‘আল্লাহ অনুমোদন’ করেছেন! নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। শুধু এবার আসবে না, আগামীবারও আসবে। বিএনপি পরপর দুইবার ক্ষমতায় আসবে।

আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এই জনসভার আয়োজন করা হয়। 

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি ছাড়া বিকল্প কোনো দল নেই। এ বছরই নির্বাচন হবে, এ বছরই বিএনপি ক্ষমতায় আসবে। এ বছরই ধানের শীষ জয়লাভ করবে। কোনো সংশয় থাকবে না, ইনশাআল্লাহ।

ছাত্র সমন্বয়কদের সমালোচনা করে দুদু বলেন, আপনারা ছাত্ররাই যে একমাত্র গণ-অভ্যুত্থান করেছেন তা কিন্তু না। ’৯০-এ আমরাও গণ-অভ্যুত্থান করেছি, সক্রিয় রাজনীতি করার পরও এমপি-মন্ত্রী হয়েও আমরা এখনো যে গাড়িতে চড়তে পারিনি, আপনারা তা করছেন। আপনারা ছাত্র সমন্বয়কেরা কোনো চাকরি করেন না, ব্যবসা করেন না। তাহলে দুদিনেই রাজনীতিতে এসে দামি গাড়ি আর রূপায়ণ টাওয়ারের ফ্ল্যাট নেওয়ার টাকার উৎস আপনাদের কোথায়?

জামায়াতের প্রতি ইঙ্গিত করে দুদু বলেন, বিএনপি কিন্তু একজনকেও নমিনেশন দেয়নি। কোনো এক‌টি দল সব জায়গায় মনোনয়ন দিয়ে যাচ্ছে। তখন উপস্থিত নেতা-কর্মীরা জামায়াত জামায়াত বলে উত্তর দেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ব‌লেন, আজকে যাঁরা ক্ষমতায় আছেন তাঁরা বলছেন এত তাড়াতাড়ি নির্বাচন কেন? তখন দুদু প্রধান উপদষ্টার প্রতি ইঙ্গিত ক‌রে প্রশ্ন রেখে বলেন, আপনার কাজটা কী? ছয় মাস হয়ে গেল আপনি চালের দাম কমাতে পারেননি। ৬ মাস হয়ে গেল গরিব মানুষ যা ইনকাম করে, তা বাড়াতে পারেননি। লক্ষ লক্ষ মানুষ বেকার।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সল আমিন। বক্তব্য দেন, বিএনপির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অনেকে।

হাদির আততায়ীর ও প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে: মির্জা ফখরুল

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের গভীর শোক

জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর ও আদর্শবাদী যোদ্ধাকে হারাল: জামায়াত আমির

ওসমান হাদির মৃত্যুতে জাপার আনিসুল ও রুহুল আমিনের গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ছাত্রশক্তি

২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান, সংবর্ধনা বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি

সরকার নির্বাচনের কাজ ভালোভাবে করতে পারবে কি না, তার গ্যারান্টি নেই: মান্না

ভারতের অখণ্ডতায় সম্পৃক্ত বক্তব্যে জামায়াত-শিবিরকে জড়ানোর অপচেষ্টা চলছে: জামায়াত

সব জুলাই যোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি: সামান্তা শারমিন