নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্রলীগ-যুবলীগকে হটিয়ে পল্টনে অবস্থান নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা। আজ রোববার বিকেলে বিশাল একটি মিছিল নিয়ে দলটির নেতা-কর্মীরা পল্টনে অবস্থান নেয়। এ সময় নেতা-কর্মীদের নানান স্লোগান দিতে দেখা যায়।
মিছিল নিয়ে প্রেসক্লাব, মৎসভবন মোড়েও শোডাউন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গতকাল শনিবার অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া আজ আওয়ামী লীগের পূর্বঘোষিত ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত কর্মসূচিও চলছে।